বাংলার পুতুলের চেহারাতে যত বৈচিত্র্য নামেও ঠিক ততটাই। প্রত্যেকেই নিজ বৈশিষ্ট্যে ঐতিহ্যশালী। প্রত্যেকেরই নিজস্ব ইতিহাস আছে। এ রকমই একটি পুতুল ‘রানি পুতুল’ - যার বিচরণ ছিল রানির মতন। এই পুতুল ইতিহাসের সাক্ষ্য বহন করে। বহুদিন আগে হাওড়া জেলার মৃৎ শিল্পীরা দুখোল ছাঁচের এক ধরনের পোড়ামাটির মেয়ে পুতুল বানানো শুরু করেন। এর গড়ন খানিকটা ষষ্ঠী পুতুলের মত হলেও এটি ষষ্ঠী পুতুল নয়। পুতুলের রং গোলাপি। শিল্পীরা আদর করে এই পুতুলের নাম দিয়েছিলেন ‘রানি পুতুল’।
by দেবাশিস মিথিয়া | 10 February, 2024 | 1085 | Tags : Rani Putul Bengal Folk Art